নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় সাতক্ষীরা কিন্ডার গার্টেন স্কুল চত্বরে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস।
সাতক্ষীরা কিন্ডারগার্টেন’র সিনিয়র শিক্ষক রাফিজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনুষ্ঠান পরিচালনা কমিটির চেয়ারপার্সন নাসরিন হাসান, স্কুলের রেজিস্ট্রার আব্দুস সাত্তার, সিনিয়র শিক্ষক মো. আমিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, আবু মো. জাকারিয়া, সিরাজুল ইসলাম, শামীমা আক্তার, শামছুন্নাহার ফেরদৌস, সালমা জেসমিন, নাছিমা আক্তার, শহিদুল ইসলাম, দেবাশীষ দাস রিনা রানী রায় প্রমুখ।
এসয় সাতক্ষীরা কিন্ডারগার্টেন’র সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, কবিতা আবৃতি, ছবি আঁকাসহ বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]