
নিজস্ব প্রতিনিধিঃ স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।" এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর ২০২৫ তারিখ
বিকাল ৩ টা ও ৪টায় টায় সাতক্ষীরা কুখরালী উত্তর পাড়া ও দঃ পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মানবাধিকার , নারীর অধিকার ও এলাকার বর্তমান মানবাধিকার নিয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে এলাকাতে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ ও আইনগত সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত হয়। সভায় নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ে তৃণমূল পর্যায়ে বেশী করে সচেতনতামুলক উঠান বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
উক্ত উঠান বৈঠকে ২৮ জন নারী অংশ গ্রহণ করে। সভায় সার্বক্ষনিক আইন সহায়তা ও পরামর্শের জন্য স্বদেশ হটলাইন নম্বর ০১৩৩৯৬২৬৮৮৪ ব্যবহার করার জন্য বলা হয়, এছাড়া শিশু বিবাহ ও মানব পাচার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগীতায় ছিলেন স্বদেশ সংস্থার নাগরিকতা প্রকল্পের পি ও মোঃ আজাহারুল ইসলাম ও পারালিগাল মোঃ শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]