সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, বরুণ ব্যাণার্জী প্রমুখ।
নির্বাহী কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থ কেন্দ্র যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়ে আলোচনা, জীবন সদস্য অনুমোদন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সংস্কার কাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বই পড়া প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা থেকে ৩টি গ্রুপে ১০জনকে বঁাছাই করা হবে। তাদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপরে বই পড়া প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অংশগ্রহণের লক্ষ্যে আমন্ত্রণ জানানো হবে।
প্রতিযোগিতার সার্বিক বিষয় পরিচালনা করবে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি।
এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]