সাতক্ষীরায় জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর জেলা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলার মোট জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৯৩ হাজার ৫৫৪ জন ও নারী ১১ লাখ ২ হাজার ৯৩৬ জন। এ ছাড়া জেলায় প্রতিবন্ধীর সংখ্যাও বেড়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর জেলা রিপোর্ট প্রকাশ করা হয়।
জেলার মোট জনসংখ্যার ৩৯ হাজার ৫৯৪ জন প্রতিবন্ধী। যার হার ১ দশমিক ৮০ শতাংশ। বর্তমানে জাতীয় পর্যায়ে গড় হারের চেয়ে বেশি। ২০১১ সালে সাতক্ষীরায় প্রতিবন্ধিতার হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ।
এতে আরও বলা হয়, জেলায় প্রতিবন্ধিতার হারে পুরুষের সংখ্যা বেশি, ২.০৫ শতাংশ। নারীর প্রতিবন্ধিতার হার ১.৫৬ শতাংশ।
সাতক্ষীরায় প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫৭৫। ২০১১ সালে প্রতি বর্গকিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ছিল ৫২০।
জেলার জনসংখ্যার ৮৪ দশমিক ৯২ শতাংশ মুসলিম, ১৫ দশমিক ৩৫ শতাংশ হিন্দু, শূন্য দশমিক ২৮ শতাংশ খ্রিষ্টান, শূন্য দশমিক ০০৫ শতাংশ বৌদ্ধ ও শূন্য দশমিক ০৮ শতাংশ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী।
অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেবের সঞ্চালনায় তথ্য চিত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রকিবুল হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]