সাতক্ষীরা জেলা ভিত্তিক রচনা প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছেন কলারোয়া উপজেলার কে'কে ই'পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী।
বিজয়ী দুই শিক্ষার্থী হলো, উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ কামাল হোসেনর মেয়ে আরফিন সুলতানা আনিকা ৭ম শ্রেণির ছাত্রী। ও পার্শ্ববর্তী বাগুড়ী গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে তাসলিমা আফরীন তামান্না ৯ম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, জেলা ভিত্তিক রচনা প্রতিযোগিতায় মোট ৫ জন অংশগ্রহণ করেন। তার মধ্যে আনিকা ও তামান্না জেলার প্রথম স্থান ও তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি আরো বলেন, আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের পক্ষ থেকে তাদের এই সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা যাতে আগামীতে আরও বড় কিছু অর্জন করতে পারে সেই আশাবাদ করি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান মিলন বলেন, আমি বিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের সার্বিক বিষয়ে শিক্ষকদের সমন্বয়ে ও অভিভাবকদের সাথে নিয়ে কিভাবে স্কুলের উন্নয়ন করা যায়, এবং শিক্ষার মান উন্নয়ন করা যাই তার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]