সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিএম নজরুল ইসলাম বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা ১২টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা স্পেশালাইডজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিএম নজরুল ইসলামের মৃত্যুতে এমপি রবি বলেন, আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। এদিকে, বিএম নজরুল ইসলামের মৃত্যুতে তার নিজ গ্রাম কলারোয়া উপজেলার রায়টাসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]