সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কলারোয়া থেকে সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও জিএম ফাত্তাহ পদ লাভ করেছেন।
দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৮ জানুয়ারী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পূর্ণঙ্গ কমিটিতে প্রকাশিত হয়েছে। কমিটিতে ২নং সহ.সভাপতি পদ লাভ করেছেন সাবেক এমপি, সাবেক কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন জিএম ফাত্তাহ। শ্রম বিষয়ক সম্পাদক হয়েছেন সরদার মুজিব। জেলার নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]