হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা উলামা বিভাগের উদ্যোগে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা জামায়াত অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম মুকুল। বৈঠকের সভাপতিত্ব করেন জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা উসমান গনি এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা রুহুল আমিন ।
বৈঠকে প্রতিটি উলামা বিভাগের সভাপতি ও সেক্রেটারিসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় বিগত মাসের কার্যক্রম ও রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জরুরি আলোচনা সম্পন্ন হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]