সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবাগত সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হকি দলের সদস্যরা।
সোমবার (১২.১০.২০২০) সকাল সাড়ে ১২ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হকি দলের সদস্যরা উপস্থিত হয়ে নবাগত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান (বদু) কে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত সম্পাদক হকি খেলোয়াড়দের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক কথা বলেন এবং তাদের খেলা বছরব্যাপী চলমান রাখার জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, হকি প্রশিক্ষক সাইফুল ইসলাম, হকি খেলোয়াড় আকিব, আশিক, সুজয়, আরিফ, নুমান, মোরশেদ, মুকিম, ফাহিম, ইয়াসির, সাকিব, সাজিদসহ জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত প্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]