সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের এর উপর মাধবকাটি বাজার সংলগ্ন এলাকায় গত ১ এপ্রিল ২০২১ পরিকল্পিতভাবে হামলা ও ছুরিকাহত করে মারাত্মকভাবে জখম করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদল।
বিবৃতিতে বলা হয়, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান ছাত্রলীগ নেতা জুয়েলসহ তার গ্রুপের লোকজন পুকুরে বালু উত্তোলন নিয়ে চাঁদা দাবি করলে আবু রায়হান তাতে বাধা দেয়, কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল ও তার লোকজন আবু রায়হানকে বেধড়ক মারপিট করে এবং হত্যার উদ্দেশ্যে জুয়েল তাকে (আবু রায়হানকে) ছুরিকাহাত করে।
বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার শরীরে এক ঘণ্টা অস্ত্রোপচার সহ ১৩টি সেলাই দিতে হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ৪ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মিলন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]