সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ায় কলারোয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরে সাবেক ছাত্রলীগ নেতা রাসেল হোসেন ও ইমরান সরদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন।
পরে সংক্ষিপ্ত সমাক কলারোয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক টিপু সুলতানের সভাপতিত্বে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ মে সকালের দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
১ বছর মেয়াদি ওই কমিটিতে এস এম আশিকুর রহমান আশিককে সভাপতি ও মো. সুমন হোসেনকে সম্পাদক করা হয়েছে।
এছাড়াও হাশিম উদ্দিন হিমেল ও ফজলে রাব্বি শাওন সহ সভাপতি, কাজী শাহেদ পারভেজ ইমন ও হাসানুজ্জামান শাওন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মুহিদুল ইসলাম ও মাসুম পারভেজ হালিম সাংগাঠনিক সম্পাদক ও আসিফ শাহবাজ খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে মনোনিত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]