সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আবদুর সবুর(২২)। সে বৈকারী গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র।
জেলা ডিবি পুলিশের ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান, শনিবার (১০ অক্টোব) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বাজারের অদুরে বিজিবি ক্যাম্প এলাকায় পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল সহ আব্দুর সবুর কে আটক করাহয়। এঅভিযানে এসআই মোঃ মোস্তফা আলমের নেতৃত্বে এএসআই মাজেদুল ইসলাম, আশিক গালিব,বাবুল হোসেন, রাজু আহমেদসহ ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
তিনি আরো জানান,আটককৃত আসামীর নামে সাতক্ষীরা সদর থানায় মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]