আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (২১ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র হাতে সংগঠনের মুখপত্র ‘মৌচাক’ পত্রিকা হস্তান্তর করা করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদ, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছী, বীর মুক্তিযোদ্ধা আনসার উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মকান্ড সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]