
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং সাহিত্য পরিষদকে আরও এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে তাদের মুখপত্র ‘মৌচাক’ পত্রিকা এবং সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের লেখা তিনটি বই উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদ, উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছী, অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
সাক্ষাতের সময় জেলা প্রশাসককে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ লেক ভিউ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য সাহিত্য সম্মেলন, গুণীজন সংবর্ধনা এবং মৌচাক পত্রিকার প্রকাশনা সম্পর্কে অবহিত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]