সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আমিন জানান, শুক্রবার সকাল ৯টার সময় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে দাফন করা হবে।
শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানা, দপ্তর সম্পাদক এম. সুজাউল হক, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবু রায়হান মিকাইল, নির্বাহী সদস্য গোলাম রহমান, আব্দুর রহমান, আনোয়ার হোসেন ও সদস্য সরদার জিল্লুর রহমানসহ কলারোয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]