সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সদরের ১নং বাঁশদহা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন বাঁশদহা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান। এসময় তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী আমি দেশের উন্নয়নে ও আমার নির্বাচনী এলাকা বাঁশদহা ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে চাই। আমি যেন নির্বাচিত না হতে পারি সে লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল অনেক অপপ্রচার চালিয়েছিল।
সকল অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন এবং জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন সে জন্য মহান আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোের্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি) এ্যাড. আব্দুল লতিফ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]