সাতক্ষীরা জেলা প্রশাসক এর উদ্যোগে সাতক্ষীরার গ্রাম পুলিশদের মাঝে পরিচয় পত্র স্মার্ট কার্ড( আইডি) বিতরণ করেন।
সোমবার সকালে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহাঃ মতিউর রহমান সিদ্দিকী, সাতক্ষীরা ডিডি এলজি মাসরুবা ফেরদৌস, এসময় উপস্থিত ছিলেন নির্বাহী মাজিস্ট্রীট পলাশ আহমেদ, এন ডিসি তানভীর আহমেদ, এস এম আকাশসহ আরো অনেকে।
এসময় গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য নির্দেশ দেন। মাদক, চোরাচালান, বাল্যবিয়ে সহ ইফটিজিং নারী নির্যাতন প্রতিরোধে কাজ করার জন্য সর্বসময় প্রস্তুত থাকারও কথা বলেন।শুধু তাই নয় এলাকায় যেকোনো ধরনের অপরাধ এর তথ্য স্ব স্ব ইউ এনও বা মোবাইল মাধ্যমে পুলিশ এবং জেলা প্রশাসক নিকট জানানোর জন্য বলা হয়।
উল্লেখ্য সাতক্ষীরা জেলা প্রশাসক এর নিজ উদ্যোগে সাতক্ষীরা ৭৮ টি ইউনিয়নের ৭ শত ২২ জন চৌকিদার এর মাঝে উক্ত কার্ড বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]