বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত কর্মকর্তাদের মাঝে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) বেলা ১ টার দিকে জেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনাড়ম্বর অনুষ্ঠানে নব নির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিদায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত শিক্ষক মাগফুর রহমান, নির্বাচন সমন্বয়কারী অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দ্র কুমার নাথ, বিদায়ী কমিটির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মোন্তাফিজুর রহমান।
আনন্দঘন পরিবেশে দায়িত্ব গ্রহন করেন সমিতির নব নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান ও সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।
দায়িত্ব গ্রহন শেষে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক জেলার সকল শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে পথ চলায় সকলের সহযোগীতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গতঃ উৎসবমূখর পরিবেশে গত ১১ জুন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২২' অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা শিক্ষক সমিতির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অপর কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহন করবেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]