সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনিবাহী কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারী গার্লস হাইস্কুলের হলরুমে বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ও কলারোয় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সহ সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, সহ সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, শফিকুল ইসলাম, সহকারী সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক সজীবুদৌলা, কার্যনির্বাহী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আসাদুজ্জামান আসাদ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার দুলাল চন্দ্র সানা, আজিয়ার রহমান, বদিউজ্জামান খান, গোলাম কিবরিয়া, আফজাল হোসেন, হাফিজুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, আবু তালেব, বিশ্বাস দুলাল কুমার, আব্দুল্যা, মোমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজমুল লায়লা ও সমন্বয়কারী সুখেন্দ্র কুমার নাথ সহ কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শেষ সভায় সর্বসম্মতি ক্রমে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে পবিত্র রমজান মাস শেষে শিক্ষকদের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ঠ নতুন কার্যনির্বাহী-২২’ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে বিদায়ী সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে প্রধান নির্বাচন কমিশনার ও তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার ও খেজুরডাঙ্গা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাগফারুল রহমানকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়।
নির্বাচনী কার্যক্রমের সমন্বয়কারী হিসাবে দায়িত্বে রয়েছেন বল্লী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দু কুমার নাথ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]