বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
১২ মে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত দলীয় প্যাডে বি,এম,পি,এল,জে,ক,সা,০৩,২০২১ নং স্মারকে ওই কমিটি ঘোষণা করা হয়।
এসএম এনায়েত খান টুন্টুকে সভাপতি ও শেখ আব্দুল্লাহ বাবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে প্রভাষক শেখ মো. আলকামুনসহ রয়েছেন সাতজন। এতে দুটি পদ শূণ্য রয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন পাঁচজন করে। যুগ্ম সাধারণ সম্পাদক পদ একটি শূন্য রয়েছে।
বিভিন্ন সম্পাদকীয় ৩৭ পদে ৩১ জনের নাম ঘোষণা করা হয়েছে, এখানে ৬জনের পদ শূন্য রয়েছে।
আর কার্যকরী সদস্যের ১৫টি পদে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে, পদ শূন্য রয়েছে চারটিতে।
চিঠিতে বলা হয়েছে- মহান স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি ও তাদের প্রজন্ম এই কমিটির সদস্য হতে পারবে না। যদি হয় তার দায়দায়িত্ব জেলা/ মহানগর/ উপজেলা/ পৌর কমিটির প্রধান প্রধান নেতৃবৃন্দকে বহন করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]