নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে জেলা যুবলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে (৩ জুলাই) বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, বশির আহমেদ, সদস্য দেবহাটা উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সদস্য কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সদস্য রেজাউল ইসলাম রেজা, রেজা আল আমিন শোভন।
জাহিদ হোসেন, প্রভাষক মঈনুল ইসলাম সহ জেলা যুবলীগ, বিভিন্ন উপজেলা, পৌর যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক বৃন্দ। জেলা যুবলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ করতে হবে।
আওয়ামী লীগের বিভিন্ন আনন্দলন ও সংগ্রম গতিশীল করতে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুবলীগকে আরো শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। তবে সদস্য সংগ্রহ কার্যক্রমে শতর্ক থাকতে হবে। যেনো কোন অনুপ্রবেশকারী দলে ঢুকতে না পারে।
বক্তারা আরো বলেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডেন্ট এর দিক নির্দেশনা অনুযায়ি গঠণতন্ত্র মেনে জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানে যুবলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]