সাতক্ষীরা প্রতিনিধি: আগুনে পুড়ে ছাই লক্ষ্য টাকার ক্ষতি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস,সাতক্ষীরা সদর উপজেলা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া মের্সাস খাজা ফুড প্রোডাক্ট এন্ড ডায়মন্ড মুড়ির মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত্র আনুমানিক ২ টার সময় আগুন লাগে বলে জানাযায়। ওয়ারিয়া গ্রামের সোবাহান সরদারের পুত্র আব্দুল বলেন রাত্রে হঠাৎ দেখি মুড়ির মিলে আগুন তখন চিৎকারে প্রতিবেশি সহ কারখানার মালিকেরা ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টায় ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসের ফোন করে ঘটনা স্থানে এসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার ঘটনা সম্পর্কে জানতে ওয়ারিয়া গ্রামের মৃত্যু বাদল গাজীর পুত্র মের্সাস খাজা ফুড প্রোডাক্ট এন্ড ডামন্ড মুড়ি মিলের প্রোঃ মোঃ শফিকুল ইসলাম( শফি) বলেন প্রতিদিনের ন্যায় মিলের কাজ শেষ করে রাতে বাড়িতে যায়, রাত্র আনুমানিক ২ টার সময় মুড়ির মিলে আগুন লাগে,তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন করি,আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন মিলের পাশে কিছু লাকড়ি রাখা ছিল সেখান থেকে আগুনের সূত্র হয় বলে জানান,ক্ষতির বিষয় জানতে চাইলে তিনি বলেন মুড়ি প্যাকেজিংয়ের পিপি মুড়ি ভাজা মেশিন সহ গোডাউনের চাউল এবং কারখানার চালসহ আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি প্রতিবেদককে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]