সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন গঠনকল্পে এক সভা আজ ৪ মে মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাব অতিথি কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এটিএন বাংলা ও এটিএন নিউজ এর নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিটিভির মোজাফ্ফর রহমান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, যমুনা টিভির আহসানুর রহমান রাজিব, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, এস এ টিভির শাহিন গোলদার, নিউজ টোয়েন্টি ফোরের শাকিলা ইসলাম জুঁই, জিটিভির কামরুল হাসান, মাই টিভির ফয়জুল হক বাবু, এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন, বিজয় টিভির আকরামুল ইসলাম, আনন্দ টিভির হাসানুর রহমান, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বস¤œতিক্রমে এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামানকে আহবায়ক এবং যুমনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজিবকে সদস্য সচিব করে সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় গঠিত কমিটি সুবিধাজনক সময়ে সাধারণ সভার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং আহবায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ন করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]