সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের নব গঠিত আহবায়ক কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিনো হয়েছে। ৫ মে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব হল রুমে সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক এটিএন বাংলার ও এটিএন নিউজের নিজস্ব প্রতিনিধি এম কামরুজ্জামান ও সদস্য সচিব যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি আহসানুর রহমান রাজিবসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জী, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, মোস্তাফিজুর রহমান উজ্জল, ফারুক মাহাবুবুর রহমান, কাজী শওকত হোসেন ময়না, মো: আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, এম রফিক, আক্তারুজ্জামান বাচ্চু, আকরামুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের নবগঠিত আহবায়ক কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ভ‚মিকা রাখবে এবং তাদের সার্বিক কল্যানে কাজ করবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]