'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস। সোমবার (১৮ অক্টোবর) বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব মিলনায়তনে দিবসটি উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কিরের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অরুন কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, গীতা রানী সাহা, খালেদা খাতুন, শামীমা আক্তার, শিক্ষার্থী মাহিরা আফরিন, তমা ঘোষ প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]