মহান একুশের প্রভাতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, নীরবতা পালন, অস্থায়ী শহীদ মিনার বেদিতে পুষ্পাঞ্জলি অর্পন ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, হাফিজুল ইসলাম, গীতা রাণী সাহা, শিক্ষার্থী মাহিরা আফরিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নজরউদ্দীন সরদার, সহকারি শিক্ষক ভানুবতী সরকার, শামীমা আক্তার, খালেদা খাতুন, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, রবিউল ইসলাম, লুৎফর রহমান, লুৎফুন্নাহার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। এসময় ভাষা আন্দোলনে সাতক্ষীরার প্রেক্ষাপট ও গৌরবময় সংগ্রামী ইতিহাস উল্লেখ করে সর্বস্তরে বাংলা ভাষার প্রমিত ব্যবহারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]