সাতক্ষীরা শহরের কাটিয়া গ্রামের পঞ্চমশ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে শিশুকন্যা উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন বলেন, একসপ্তাহ আগে (২৫ সেপ্টম্বর) শহরের কাটিয়ার এক দারিদ্র হিন্দুধর্মাবলম্বী দিনমজুরের শিশু কন্যাকে স্থানীয় আসাদুল ও শাওন নামের দুই বখাটে যুবক ফুসলিয়ে খুলনার লবনচোরায় নিয়ে যায়। সেখানে শিশুকে আটকে তারা ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার সাতক্ষীরা সদর থানায় মেয়েটির বাবা এজাহার দেন।
এজাহারের পরে পুলিশ অভিযুক্তদের মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে। শনিবার ভোরে অভিযান চালিয়ে কাটিয়া সরকারপাড়া থেকে আবু বাক্কার সিদ্দিকের ছেলে আসাদুল (৩২)কে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে শিশুটিকে নিয়ে খুলনার লবনচোরা এলাকায় আটকে রেখেছে তারা। এরপর আসাদুলকে নিয়ে অভিযান চালিয়ে ভিক্টিম শিশুটিকে উদ্ধার করে এবং অপর আসামী মিকাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম শাওন (২৮)কে গ্রেপ্তার করে।
দুপুরে ধৃত আসামী শাওন ও আসাদুলকে আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যা ৬টার সময় জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]