নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মাওলানা মো. মিজানুর রহমান ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৮ ভোট। এ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ের পর মাওলানা মিজানুর রহমান দলিল লেখক সমিতির সকল সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, আমি আপনাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।” তাঁর এ বিজয়ে সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা, স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠন, আইনজীবী মহল, সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]