নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী ও ব্যতিক্রমধর্মী "ফল বিনিময় উৎসব" অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকালে বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে ঈদ পুনর্মিলনী ও অবিভাবকসহ ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফল বিনিময় করেন শিক্ষার্থীরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা বাসা থেকে নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির আম, কাঠাল, জাম, কলা, আনারস, লিচু, ডাব্বল, ছবেদা, আপেল, আঙ্গুর, খেজুর, কমলা, পেয়ারা, আশফল, লটকন, ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির মৌসুমী ফল নিয়ে আসে।
শিক্ষকদের সহযোগিতায় হরেক রকম ফলের সাথে পরিচয় এবং খাওয়ানোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সৌহাদ্যপূর্ণ ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-চেয়ারম্যান কামাল উদ্দিন, বাহাউদ্দিন ফারুকী, মো. সালাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, রফিকুল ইসলামসহ শ্রেণী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]