সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস সড়কে ৩২০ মিটার কার্পেটিং রাস্তা ৬লক্ষ ৯৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া এই সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত। এলাকাবাসী তথা সাধারণ পথচারীদের চলাচলের উপযোগি হওয়ায় পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাবেক কাউন্সিলর মো. আজিবর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রইজের প্রতিনিধি এম.এম মফজুলার হক, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, একরামুল নাসির, রুহুল আমিন, মাস্টার আমজাদ হোসেন, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]