সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হলো সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে একাদশে ভর্তীকৃত নবীন শিক্ষার্থীদের। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র্র করেই মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা হররুম। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ নজরুল ইসলাম।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শহানি সুঃ প্রভাষক শফিউল ইসলামসহ স্কুল ও কলেজের অসংখ্য শিক্ষক।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]