সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পিএন হাইস্কুলের ১৯৬৮ ব্যাচের উদ্যোগে সদর উপজেলার দামারপোতা সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে দামারপোতা ও জেয়ালা গ্রামের অর্ধ শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, প্রয়াত সাংবাদিক ও শিক্ষাবিদ মো: আনিসুর রহিমের বড়ভাই শিক্ষাবিদ আশরাফ রহিম, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো: ফজলুর রহমান, মাষ্টার চন্ডীদাস কর্মকার, মাষ্টার হারুন অর রশিদ, ইউপি মেম্বর আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মো: ফজলুর রহমান বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। স্থানীয় প্রবীনদের সুপরামর্শে একদল তরুণদের নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্রান্তিকালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে।
প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগিতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]