এস এম আশরাফুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি উপলক্ষে (০২ এপ্রিল) ২০২৫ তারিখে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“এসো স্মৃতির সন্ধ্যানে, মিলি প্রীতির বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুনাক সভানেত্রী ডাঃ রোকেয়া আখতার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাশিদ হাসান খান, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, আমেনা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী মাসুদুর রহমান, আনোয়ার হোসেন, এস এম আশরাফুল ইসলাম, হালিম হাজারী বাবু, আরিফুজ্জামান আকাশ, রাশেদুল আলম রনি, রাজিয়া সুলতানা তন্দ্রা, আরেফা নাজনীন, শাম্মী, বেনজির, মুজাহিদুল হকসহ অন্যান্য প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা একত্রে মিলিত হয়ে একটি বর্ন্যাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পরে আলোচনা সভার মধ্যে অনুষ্ঠানের সূচনা হয়ে দিনব্যাপী নানান কর্মসূচীতে শৈশবের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের অসংখ্য অর্জন ও সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]