নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের প্রত্যাশিত ব্যাপক উৎসাহ মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর শাপলা আবাসিক এলাকায় ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে অতিথি হিসেবে ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কামরুজ্জামান শিমুল, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, মেসাস শেফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার আব্দুর রউফ বাবু, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. হাসানুজ্জামান, জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, সমবায় কর্মকর্তা মুর্শিদ হোসেন, কলেজ শিক্ষক আব্দুল মান্নান, মো. আব্দুল কাদেরসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরস্থ শাপলা আবাসিক এলাকায় ৭০৮ ফুট ড্রেণসহ সিসি ঢালাই রাস্তাটি ১৬লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত ড্রেণসহ রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]