সাতক্ষীরা প্রতিনিধি : রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সহযোগিতায় ইউনিটের নিজস্ব কার্যালয়ে উপকূলীয় শহর ভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্পের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী শওকত হোসেন ময়না উক্ত আলোচনা সভায় ইউনাইটেডএর পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন স্থানে রাস্তা ড্রেন ও নলকূপ কাজের স্থান নির্ধারণ করে তালিকা প্রস্তুত করা হয়।
সভায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট ইউনিটের প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুর রহমান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাসেল রানা ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য লুৎফুন নাহার বিথী, শেখ রফিকুর রহমান, শফিকুর রহমান পিন্টু, হাফেজ তাজমির”ল আলম, মোঃ বাপ্পি, হাফেজ মোঃ কুদ্দুস আবু ও সাঈদ খান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]