সাতক্ষীরা পৌরসভার নতুন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, শেখ আনোয়ার হোসেন মিলন ও রাবেয়া পারভীন।
রবিবার (২৮ মার্চ) বিকালে মেয়রের কার্যালয়ে সাতক্ষীরা পৌর মেয়র ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ৩জন মহিলা কাউন্সিলরদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে পৌরসভার ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর কাজী ফিরোজ হাসানকে ১নং প্যানেল মেয়র, ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনকে ২নং প্যানেল মেয়র ও পৌরসভার সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীনকে ৩নং প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে।
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]