সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের নাগরিক সেবার লক্ষ্যে আগামী ১ সপ্তাহের মধ্যে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে চলাচলের অনুপযোগি রাস্তা সমূহ চলাচলের উপযোগি করা হবে।
পৌরসভার ৯টি ওয়ার্ডে স্ব-স্ব কাউন্সিলরদের রাস্তার নাম দেওয়ার নির্দেশনা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।
তিনি মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভায় যান এবং পৌরসভার প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় পৌরসভার উন্নয়নে জার্মান সরকার
প্রকল্প কেএফডব্লু প্রকল্প ও পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকান্ডের খোঁজ-খবর নেন।
এসময় তিনি সাতক্ষীরা পৌরসভার বিরাজমান সমস্যা পানির বিল নির্ধারণ যে সমস্যা তা দ্রুত সমাধানের লক্ষ্যে আগামী ২/১ দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষ, নাগরিক কমিটি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের
নেতৃবৃন্দ ও পৌরসভার ৯টি ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে পৌরসভার পানির বিল নির্ধারণ করা হবে এবং বিরাজমান সমস্যার সমাধান করা হবে এবং পৌরবাসীর জন্য সহনশীল পর্যায়ে আনা হবে।
মতবিনিময় সভায় এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
এসময় মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, শেখ আনোয়ার
হোসেন মিলন, রাবেয়া পারভীন, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী
মন্ডল, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম
নান্টা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ড
কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ও
সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপুসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]