সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা-সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অফিসার মো. রাশিদুল হাসান, শরিফুল আজাদ প্রমুখ।
পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে মিলনের বাড়ি হতে তাজেলের বাড়ি পর্যন্ত ৯৭০ ফুট সিসি ঢালাই রাস্তা সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ৬লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ রাস্তাটি নির্মাণ হলে ঐ এলাকার চলাচলের সুবিধা পাবে। বর্ষা মৌসুমে ঐ এলাকার জলাবদ্ধতায় চলাচলে পথচারী ও এলাকাবাসীকে দূর্ভোগে ফেলে।
এলাকাবাসীর বহু প্রতিক্ষিত নতুন এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ হচ্ছে দেখে এলাকাবাসী খুবই খুশি। এলাকাবাসী ও পথচারীরা ঐ এলাকার কাউন্সিলর ও পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন।
এসময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]