ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট) বাস্তবায়িত সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কমিউনিটিতে ২২০ ফুট পারমিয়েবল পেভিং ফুটপাত, পৌরসভার ৭ নং ওয়ার্ডে ইটাগাছা পূর্বপাড়া কমিউনিটিতে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাংগী কমিউনিটিতে ২১০ ফুট ড্রেনসহ ফুটপাত শুভ উদ্ভোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রাবেয়া পারভীন , পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, পানি ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দসহ উপকার ভোগী পরিবার এর সদস্য বৃন্দ, ব্র্যাক রিজিওনাল ম্যানেজার হারাধন দেব, জুনিয়র ইঞ্জিনিয়ার বি এম ইব্রাহিম, এবং মোসাদ্দেকুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]