সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে কার্পের্টিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ০৯টায় পুরাতন সাতক্ষীরা সরদার বাড়ি এলাকায় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম’র সভাপতিত্বে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
গুরুত্বপূর্ণ অবকাঠামো নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের সেকেন্ড অফিসারের মোড় হতে সরদার বাড়ির মোড় পর্যন্ত ৪০০ মিটার কার্পেটিং রাস্তা ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
অপরদিকে সরদার বাড়ি মোড় হতে বদ্দীপুর কলোনী অভিমুখে ৪৬০ মিটার রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে।
এ রাস্তাটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। নিচু এলাকা বলে বহু উচু করে এ সড়কটি নির্মাণ করা হচ্ছে। দীঘদিন পর পথচারী ও এলাকাবাসীর চাওয়া পুরণ হচ্ছে এ সড়কটি নির্মাণে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সুমন ট্রেডার্সের প্রোপাইটার সুমন, মতিয়ার রহমান, লুৎফর রহমান, রফিকুল ইসলাম, মিল্টন মল্লিক, আব্দুল্লাহ, নাহিদ মুরাদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর উদ্দীন।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]