সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া ৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে আপিল কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকালে আপিল কর্তৃপক্ষ আপিলকারীদের আবেদন পর্যালোচনা করে খেলাপী ঋণ পরিশোধসহ সার্বিক তথ্য পেশ করায় ৩ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে।
মনোনয়ন পত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন ০১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আছাদ আহমেদ অনজু ও ০৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুর রাজ্জাক।
আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে অন্য ০৪জনের আপিল শুনানী চলমান আছে। গত ১৯ জানুয়ারি জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র
যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ০৮ জনের বিরুদ্ধে ঋণ খেলাপি, ঋণের জামিনদার ও নিজ নামে ঠিকাদারী কাজ চলমান থাকার অভিযোগে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ০১ নং ওয়ার্ডের মো. জুলফিকার আলী ভুট্টো ও মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৩নং ওয়ার্ডে সুমন রহমান, ০৪নং ওয়ার্ডে শেখ আছাদ আহমেদ অনজু, ০৫নং ওয়ার্ডে মো. আব্দুর রাজ্জাক, ০৭নং ওয়ার্ডে মো. আব্দুর রশিদ, মো. শফিউর রহমান ও মো. আব্দুল্লাহ আল-মামুন।
যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র বাতিল হওয়া ০৮জনের মধ্যে ০৭জন প্রার্থী আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করলে ০৩জন প্রার্থীর আপিল শুনানী শেষে খেলাপী ঋণ পরিশোধসহ তথ্য পেশ করায় ০৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে আপিল কর্তৃপক্ষ।
আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে ০৩জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং অন্য ০৪জনের আপিল শুনানী হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]