সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিশনারগণের কর্মের স্বীকৃতি স্বরুপ পৌর এলাকার রাস্তার নামকরণের অনুমতিপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকাল ০৪টায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে পৌর মেয়রের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে পরিবারবর্গের হাতে রাস্তার নামকরণের অনুমতিপত্র তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিশনারগণের কর্মের স্বীকৃতি স্বরুপ ৩০টি পরিবারের হাতে পৌর এলাকার রাস্তার নামকরণের অনুমতিপত্র হস্তান্তর করা হয়। সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে পৌর এলাকার রাস্তার নামকরণে ফলক নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান জ্যোৎস্না আরা, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার ২ ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডলসহ সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিশনারগণের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]