নিজস্ব প্রতিনিধি : ৭ জানুয়ারী-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় শহরের পোস্ট অফিস মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হাসান আলম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সাতক্ষীরা-০২ আসনে লাঙ্গল প্রতিকে জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের প্রত্যাহারকৃত প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, অন্যতম সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ'লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী।
এছাড়া বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল কবির খোকন, সহ সভাপতি এ্যাড. মীর্জা জাকির হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আজিম খান শুভসদস্য মাজেদ খান, রকিব হাসান, আজিজুল ইসলাম, আসাদুজ্জামান, আব্দুস সোবহান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, ৯নং ওয়ার্ড আ'লেগের সভাপতি সমীর বসু, ৮নং ওয়ার্ড আ'লেগের সাদারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, ৭নং ওয়ার্ড আ'লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড আ'লীগের সভাপতি নারায়ণ মন্ডল, সাধারণ সম্পাদক রাফিনুর আলী, ৫নং ওয়ার্ড আ'লেগের সভাপতি মতিয়ার রহমান, ৩নং ওয়ার্ড আ'লীগের সভাপতি শেখ আব্দুস সেলিম, ২নং ওয়ার্ড আ'লেগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, জেলা যুব মহিলালীগের সহ সভাপতি নাহিদা পারভিন পান্না, তানজিলা, সাধারণ সম্পাদিকা সীমা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলন, পৌর কৃষকলীগের সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, হারুণ, শফিকুল ইসলাম ময়না, কবির হোসেন, শামিম মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারদের ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ায় উদ্বুর্দ্ধ করতে হবে। আগামী নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এবং আওয়ামী লীগ ও জাতীয়পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে জোটের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করতে
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]