সাতক্ষীরা পৌর তাঁতীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের পলাশপোলস্থ চৌধুরী মার্কেটে পৌর তাঁতীলীগের সভাপতি মেহেদী আলী সুজয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।
পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেনের সঞ্চালনায় এসময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডাঃ মোঃ মুনসুর রহমান, জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী মারুফ, সংগঠনের সহ-সভাপতি কাজী ওবায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহাগ, আহমদ আলী, আলমগীর হোসেন, পৌর তাঁতীলীগের মহিলা সভানেত্রী শাহিদা খাতুন ময়না, পৌর ৫নং ওয়ার্ড তঁাতীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর ৭ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি শিমুল হাসান, পৌর ৯নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোসলেম সরদার, সাধারণ সম্পাদক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শেখ ফিরোজ হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]