সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ৮ টায় শহরের মাগুরা বউবাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকরা দেশের সম্পদ। তাদের শ্রম ব্যতীত দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। সরকারের সেই উন্নয়নের ধারা সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরে প্রচার করা আপনার আমার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধ না থাকলে কোনো কাজ করা সম্ভব নয়।
আগামি দিনে আপনারা সকলে মিলে সংগঠনকে শক্তিশালী করার মানসে প্রত্যেক ওয়ার্ডে কমিটিগুলো দ্রুত করার আহবান জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ফজর আলী, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মোড়ল প্রমূখ।
এ সময় সংগঠনের পৌর দপ্তর সম্পাদক তহিদুজ্জামান বাদশা, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক মিলন, ক্রীড়া সম্পাদক নাছিরুদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য শাহিনুর ইসলাম দবির উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]