মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌর-পূর্ব থানা শিবিরের উদ্যোগে আন্ত: উপশাখা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উপশাখা দায়িত্বশীলদের নিয়ে আন্তঃ উপশাখা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পৌর পূর্ব থানা শিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা 'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ খায়রুল বাশার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর ইব্রাহিম খলিল, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা শহর আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলাম,ছাত্রশিবির সাতক্ষীরা শহর মিডিয়া সম্পাদক মোঃ মহিউদ্দীন, আলহাজ্ব আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ক্রিকেট টিমের হাতে পুরস্কার তুলে দেন ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]