আগামি ১০ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনী তপশিল ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতের গত ৭ সেপ্টেম্বর তারিখে দেওয়ানী ২৩/২০ মামলার আদেশ পর্যালোচনা করা হয়।
উক্ত আদেশ অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচিত বৈধ কমিটি প্রশাসনের উপস্থিতিতে দায়িত্ব গ্রহন করে। বিজ্ঞ আদালতের আদেশে দায়িত্ব হস্তান্তরের এক মাসের মধ্যে গত ৪ জানুয়ারী ২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় অনুমোদিত ভোটার তালিকা অনুযায়ী পরবর্তী কার্যকরি কমিটি গঠনের লক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিটির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
সেলক্ষে আগামি ১০ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনি তপশিল পূর্ণনির্ধারণ করা হয়।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ কার্যনির্বাহি কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]