সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। ২৫জন সাংবাদিকের পক্ষে সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার শাহাদাত মোড়লের ছেলে দৈনিক গণকণ্ঠ সাতক্ষীরা প্রতিনিধি মোঃ শাহ আলম বাদী হয়ে ওই পিটিশন করেন। এতে বিবাদী করা হয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পুলিশ সুপারসহ ৮জনকে।
পিটিশনটি উচ্চ আদালতে শুনানীর অপেক্ষায় রয়েছে। আইনজীবীর পক্ষে সার্টিফাইড কপিও সরবরাহ করা হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের যৌথ বেঞ্চে দায়ের করা পিটিশনে বাদীর পক্ষে আইনজীবী এসএম সাইফুল ইসলাম বলেন, আগামী ৬ মার্চ ২০২১ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিব্য নির্বাচনে ২৫জন প্রকৃত সাংবাদিককে বাদ দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। তাই সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনে লক্ষ্যে ৬ মার্চের নির্বাচন স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]