সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এক যৌথ বিবৃতিতে জানান, সাতক্ষীরা প্রেসক্লাব সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিচালিত হলেও ২০২২ সালের পর থেকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি কিছু ব্যক্তি অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে অসাংবাদিক ও বহিরাগতদের নিয়ে একটি কমিটি গঠন করে দখলদারিত্ব কায়েম করেছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ৩০ জুন বৈধ কমিটির সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশ করতে চাইলে দখলদারদের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে তিনজন গুরুতর। এ ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, দখলদাররা আগামী শনিবার আবারও কথিত সাধারণ সভার আয়োজন করছে। এর প্রতিবাদে পেশাদার সাংবাদিকরা একই সময় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তারা সাতক্ষীরায় কর্মরত সব সাংবাদিককে উক্ত কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]