সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৫৫০)এর মৃত সদস্যদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে যারা বার্ধক্যজনিত কারনে ও দুর্ঘটনায় প্রাণ হারায় তাদের পরিবারের মাঝে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এককালীন নগদ সহায়তা প্রদান করে থাকে।
এরই অংশ হিসেবে মৃত্যুবরনকারী পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ক্যাশিয়ার হুমায়ুন কবির স্বপন প্রমুখ।
নগদ অর্থ সহায়তাপ্রাপ্তরা হলেন- মৃত্যুবরনকারী ড্রাইভার পলাশপোল এলাকার বাসিন্দা ফজর আলীর পরিবার, মহিউদ্দীন সানার পরিবার, সুলতানপুরের আব্দুল কাদেরের পরিবার, মধুমল্লারডাঙ্গীর মফিজুল ইসলামের পরিবার, আশাশুনি উপজেলার আশিক রেজার পরিবার, পুরাতন সাতক্ষীরার আহসান উল্লাহর পরিবার।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ সভাপতি শেখ মশিয়ার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. মশিয়ার রহমান, প্রচার সম্পাদক মো. মিন্টু, নির্বাহী কমিটির সদস্য হোসেন আলী, নুর আলম গাজী, বিল্লাল হোসেন, আজিজুল ইসলাম, মোতাহার হোসেনসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]